Skip to content
আয় রে আমার বালিহাঁস
আহমেদ ইউসুফ
আয় রে আমার বালিহাঁস
আয় রে আমার টিয়ে
আয় রে আমার পানকৌড়ি
বকের সারি নিয়ে।
ফুরুত ফুরুত ডানা মেলে
উড়তে যাবো তিতাসে
উদোম জলের
ঢেউয়ে ঢেউয়ে
দেখতে যাবো কি ভাসে?
ডিঙি নাও দুলছে কেমন
ফুলছে কেমন পাল
হরেন মাঝির নাও চড়ে
কেমনে ফেলছে জাল?
জলের কুটুম হবে যদি
আয় রে আমার ফিঙে
নদীর তীরে কঞ্চি পেলেই
বসবি লেজ ডিঙে।
ভুড়ভুড়িয়ে উঠবে ভেসে
পানকৌড়ি মাছ নিয়ে
জলের ভোজন
করবো সুজন
রুই কাতলা দিয়ে।
আয় রে আমার বালিহাঁস
আয় রে আমার টিয়ে
আয় রে আমার পানকৌড়ি
বকের সারি নিয়ে।
Related
error: আপনি আমাদের লেখা কপি করতে পারবেন নাহ। Email: Info@mirchapter.com