মৃত্যুযাত্রা
– শাহরিয়ার হোসেন ভুবন
কখনো সময় হয়ে গেলে, অথবা অসময়ে
মৃত্যুর ফেরেশতা যদি কাছে এসে হাজির হয়ে যায়
আমি কি তার সামনে ভয় পেয়ে তোমায় ভুলে যাবো?
নাকি সেই ভয়ংকর মুহূর্তেও তোমায় ভেবে পুলকিত হবো?
হাসতে হাসতে মরণ যন্ত্রণা সহ্য করবো,
অথবা ভুল বাক্য এ জীবনের শেষ কবিতা লিখার লোভ করবো।
নাকি মৃত্যুর ফেরেশতাকে নিম্নস্বরে বলবো
“এত তাড়া কিসের এখনো তো তার আসা বাকি”।
বলবো আরও নিম্নস্বরে ” আসুক না সে কাঁদার জন্যে”