Skip to content
একাকিত্ব
-শাহরিয়ার হোসেন ভুবন
সহস্রটা প্রশ্ন জমে আছে
কেউ উত্তর দেয়নি,
সহস্রবার ডাকা হয়ে গেছে
তবুও কেউ কাছে আসেনি।
দীঘির পাড়ে কদম গাছের নিচে
একটা মেয়ে একা একা বসে থাকতো
কোনদিন তার কাছে যাওয়া হয়ে উঠেনি
বহুদিন হয়ে গেছে সেও কদম গাছের
নিচে আর বসেনি।
দীঘির গেইটে একটা মুচি বসতো
সেও ছয়মাস ধরে গৃহবন্দী,
পথশিশু গুলোর মধ্যেও কেউ
আমার অপেক্ষায় বসে থাকেনি।
আর নীহারিক, সে তো কোনদিনই
আমায় ভালোবাসেনি।
সত্যি বলতে আমার একাকিত্বে কেউই
পাশে থাকেনি।
Related
error: আপনি আমাদের লেখা কপি করতে পারবেন নাহ। Email: Info@mirchapter.com