Skip to content
ও আমায় ভালোবাসে নি!
শুভ্র ভৌমিক জয়
শরৎতের মেঘ ধাঁধানো বিকেলটায়
নিষ্ঠুর আর কলঙ্কিত সেই প্রহরে,
তুমি কঠোর ভাবে মগ্ন ছিলে;
আমার সাথে সীমাহীন দূরত্বের ছলে।।
তােমার সেই বাসনার সাফলতা অর্জনে,
আমি আমার সৃষ্টার কাছে আকুলতায়;
তোমার সেই আকাশটায় যম কালো আর
শিহরিত মেঘ হওয়ার প্রার্থনা জানালাম।।
আমি অবাঞ্চিত এক না-বালক হয়ে
চুপিচুপি তােমার আকাশের প্রত্যাশিত
একঝাঁক ঘন কালাে মেঘ হয়ে গেলাম।।
যেদিন প্রখর উত্তাপে তৃষ্ণার্ত সত্তা রূপে
এক ফোটা শীতল ছোঁয়ার আবেদনে
কঠোর মিনতি করবে আমার পানে!
সেদিন ঝরঝরো চোখে সীমাহীন দূরত্ব রেখে,
বৃষ্টি হয়ে ঝরে পড়বাে তােমারই আবেশে।
তুমি পরম মমতার ছলে মনের অগােচরে
ছুঁয়ে কি দেখবে আমার শীতলতা হৃদয়ের?
যদি শোনতে চাও ঐদিনের আত্মনাথগুলো;
ঠিক সেইদিন তোমারই অঙ্গনে চুপিসারে
উচ্চারিত ধ্বনিতে মুখরিত হবে একটাই দীর্ঘশ্বাস –
ও আমায় ভালোবাসে নি !!!
Related
error: আপনি আমাদের লেখা কপি করতে পারবেন নাহ। Email: Info@mirchapter.com