দিন ফুরোনোর গল্প
– শুভ্র ভৌমিক জয়
গুটি গুটি পাঁয়ে মন গঁগনের পানে
হাটঁতে হাটঁতে আজ বুঝি আমি বেশ বহুদূরে;
ফিরতে নাকি হবে এবেলায় তাইতো,
ফেরার বাহানায় চলেছি বিপরীত ক্লেশে,
গন্তব্যটা নাকি পুরোনো সেই শুরুর ঘুমে;
বিংশ শতাব্দীর সূচনা লগ্নে
হালকা শিশির ভেজা তুষার পথে
গল্পটা সেখানে শুরুর পথ খুঁজেছে,
সেই গল্পটাই আজ কাব্যে মোঁড়েছে
হেঁটেছে বহুক্লেশে এগিয়েছে বহুদূরে।।
ধুঁলি মাখা পাঁয়ে আমি একবিংশ শতাব্দীতে
বাইশে এসে আজ মন খুঁজেতেছে
একেলা এই জীবন ও স্বভাবনার মানে!
বাইশখানি বছর কাঁধে ঝুলিয়ে জীবন
খুঁজেছিলাম জীবনের প্রধান কারন!?
শৈশব- কৈশর কোথাও খুঁজে পাইনি এই জীবনের কোথাও কোনো কারন!!
কোকিল – কলরবের ডাকে কোথাও প্রকৃতি হাসে;
প্রিয়তা হারানোর দ্বায়ে কোথাও বা তিমীর রাতখানি কাঁদে!
এইতো দেখেছি বাইশখানি বছর শৈশব-কৈশরে।।
জীবন আজ গুছিয়েছে নিজে ফেরার চলে;
আজ-কাল হয়তো যেতে হবে আমার
পুরনো গন্তব্যে।।