যখন তুমি ত্নীক্ষ ছুরির ফলাটা পিঠে বসিয়ে ছিলে!
তার চঞ্চল চোখে ছিলো তোমার পাথর চোখ!
তার শুদ্ধ ওষ্ঠে ছিলো তোমার লালসা!
স্তন যা ছিলো মাতৃত্বের প্রতীক! তাকে তুমি করেছো অপমান।
তুমি ভেবেছিলে তোমারই মতো ভন্ড!
বুকের মাঝে সাইবেরিয়া খুঁজতে গিয়ে
দেখলে তাজমহল!
যে জীবন ছিলো দোয়েল, কোয়েল
শাপলা আর ঝিঙ্গে ফুলের!
তার সাথে কভু তোমার হয়নি ক’ দেখা!
যে জন্ম করেছে তোমায় মহান !
যে নাম তোমার দেব- দেবতা- শুভ- শুভ্রতা,
তার সাথে কভু হয়নি উল্লাস।
তার পর কেটে গেছে অনেক দিন,
অনেক উল্লাস, যৌনতা, মদ, জুয়া, নারী, ছলনা
প্রেমের আর্তনাদ!
হয়নি কিছু, পাওনি কিছু!
না দিয়েছো পিতৃমুকুট?
না দিয়েছো গর্ভের সন্মান!
কি পেয়েছি? কি করেছি?- এই হিসাবের
মুখোমুখী আজ তুমি!
তুমি কয়েদি ১০৩
যে ছিলো প্রেম, পবিত্রতা,
তোমার প্রেমের অবগাহন!
তার হাতে ” একশ আট টা নীল পদ্ম” আজ ও তেমনি!!