Skip to content
অসুস্থ বিনোদন
রুদ্র অয়ন
যত রকমের ন্যাকামী আছে
অঘটনার শেষ নাই,
অসুস্থ বিনোদন যা কিছু
ওরা তা-ই দেখিয়ে যায়!
সুষ্ঠু সংস্কৃতি ছেড়ে তো
ব্যস্ত যে মন্দ নিয়ে,
কুটকাটালি অশান্তি আর
একাধিকবার রে বিয়ে!
বুড়ো বয়সেও ভীমরতি রে
পরকীয়া ঘটনা ঠাসা,
গাঁজাখোরী কাহিনীও বটে
অপসংস্কৃতি খাসা।
ওদের মাথায় সংস্কৃতি
সুষ্ঠু চর্চা নাইরে,
অসুস্থ বিনোদন দিয়ে যে
মাথা সকলের খাইরে!
ষ্টার জলসা জি-বাংলার
অপসংস্কৃতি ধারা,
অসুস্থ বিনোদন ছাড়ুন
চ্যানেলে আসক্ত যারা।
সুষ্ঠু সংস্কৃতি দেখুন
ছাড়ুন সকল মন্দ;
সমাজ ও সংসারে থাকুক
সুষ্ঠু ধারার ছন্দ।
Related
error: আপনি আমাদের লেখা কপি করতে পারবেন নাহ। Email: Info@mirchapter.com