আত্মার আপন
– রুদ্র অয়ন
প্রেয়সী তুই বন্ধু তুই
তুই জীবনের আলো,
তোকে ছাড়া কিছু আমার
লাগেনা যে কভু ভালো!
তুই আমার নিশিত- রাতে
প্রদীপটা মিটিমিটি,
ভালোবাসা মোহনীয়তার
মধূর যে খুনসুটি।
তুই আমার মরু জীবনে
এক স্বর্গোদ্যান,
তুই পাশে থাকলে শান্তি
না থাকলেই ম্লান।
তুই না হলে আমার নিশি,
হবে না কখনো ভোর,
বন্ধু এবার তুই-ই বল
আমি কে হই রে তোর?
তুই থাকলে আমি বাঁচি
না থাকলেই মরণ,
তোর জন্যেই উৎসর্গ
আমার এই জীবন।