শরতের বৃষ্টি
– ওফা ইয়াদ
তখন আকাশ শরত বৃষ্টিস্নাত
বৃষ্টিস্নাত সবুজ ঘাসের দল
দুটো বুনো গোলাপ আলিঙ্গনে,
পায়রার দল ডানা মেলে উড়াল দিলো আকাশে।
আমি গল্প লিখে চলেছি-
সবুজ ঘাস-তোমার কামুক শরীর-বুকের ভেতর উচলে পড়া প্রেম,
আমি কবিতা লিখে চলছি-
দুটো রক্তলাল ঠোট-কাশফুলের মতো স্তন-শুভ্র গোলাপ নাভী,
আমি ইতিহাস লিখে চলছি-
কোথা থেকে যেনো তুমি এসেছিলে-তোমার সমস্ত শুভ্রতা-আর হাসির উপাখ্যান
আমি ছবি একে চলেছি-
কাঠ পেন্সিলে- তোমার মুখ-তোমার চুল-তোমার ভেতরের এক নারী,