বাংলার বুলবুল
– নূরজাহান নীরা
তোমার লেখা গন্ডি বাঁধা
নয়তো কোনো ধর্মে
মানবতার মূল্যায়নে
লেখা নিগূঢ় মর্মে।
তোমার লেখা সকল বাধায়
পথ চলতে শেখায়
শ্রদ্ধা জানাই কবি তোমায়
অন্তত -কাল -রেখায়।
রাজনীতিতে তোমার চলা
দেশ মানুষের জন্য
সফল কাব্যে তাইতো কবি
হয়ে আছো ধন্য।
দ্রোহের কবি প্রেমের কবি
তুমি সাম্যের কবি
ঝাঁকড়া চুলের দোলায় ছিল
বিদ্রোহীর-ই ছবি।
এগারোই জ্যৈষ্ঠ এ ধরাতে
ফুটেছিল যে ফুল
দুখী মায়ের দুখু মিয়া
বাংলার প্রিয় বুলবুল।
স্বরণ করি তোমায় কবি
জন্মদিনে আজি
ওপারেতে ভালো থেকো
বাংলার প্রিয় কাজী।