ফিরে আসছি, হে রব!
-হাবিবুন নাহার মিমি (অনূদিত)
যেমনটা চাও তুমি, ও আমার মালিক
এক সফর করেছি শুরু; নতুন ও সঠিক।
কবুল করবে বান্দাকে —এ আশা আমার
জান্নাতে পাবো নিরিবিলি তোমার দিদার।
নাফরমানির পরও ছাড় দিয়েছো হে রব!
ক্ষমা আর করুণা, তোমারই তো সব।
কাঁদতে কাঁদতে এসেছি তোমার দুয়ারে,
চলেছি ভেসে অনুতাপের অশ্রুজোয়ারে।
কুর’আনে তুমি বলেছো, “নিরাশ হয়ো না।”
চাইছি দয়াময় তাই তোমার করুণা।
ক্ষমা করবে যখন এ অসহ্য পাপবোঝা,
সিজদাতুশ শোকরে লুটাবো গো সোজা।
নামবে সে রাতে চোখে প্রশান্তির নিদ্
সেদিনই হবে জীবনের সবচেয়ে বড়ো ঈদ।
অতীতের সব গুণাহ আমি দিচ্ছি ছেড়ে,
যে গুণাহ নিতো অন্তরের তাকওয়া কেড়ে।