নদীর জলে কচুরী পানায় ভাসতে ভাসতে, দুই দিন দুই রাত নিখোঁজ ছিলে তুমি। নদীর পাড়ে গোসল করতে যেয়ে , সাহসী এক নারী বলেছিল.. দেখতো ঐডা কি ভাসে কূলের ধারে… ভয়ে আঁচলে মুখ ঢাকে সবাই.. না না যাইও না ঐটা লাশ ভাসছে.. একটু একটু করে কাছে যেই গেলে লাশ না তাজা রক্ত বইছে দেখে, চিৎকার করে কয় লাশ নয়…লাশ নয় লাল রক্তে রঙ্গীন হয়ে যাচ্ছে কূলের জল, তোরা আয় আমার সাথে দেখি কি হয়। সাহসী নারী জাপটে ধরে দেখে .. এখনও প্রান আছে দেহে নিয়ে চল ঘরে, ঘরে নিয়ে দেখে নিজেরই ভ্রাতা যুদ্ধের ডাকে, ঘর ছেড়ে সে পালায়ে ছিল নয় মাসের আগে। বিজয় লইয়া ফিরিয়া আসিবে বলেছিল সব্বারে, বিজয় হইছে ফিরিয়া আসিছে রক্তের বিনিময়ে। বাপে কাতর মায়ে কাতর কাতর সারা দেশ, স্বাধীন দেশের বীর তুমি তোমার নাই ঘর ।