পাগলে বলে সেই কথা রচিল পাগল নিশির ব্যথা কালো রক্ত ঝরে যেথা কেবা শোনে পাগলের কথা পাগল লেখলে কাব্য হবে দেশদ্রোহী ফেটে পরবে চরিত্র কে যে স্বতী।
উচ্চ আসনে বসে নেতার মুকুট পড় নিত্য দিনে বেশ্যার কাপড় কর জড় পাগল বললেই সব হবে যে অকাল বিপদ সাবধান সাবধান সমাজের আপদ । নেতার অর্থ কি তা কি তুমি জানো ? জাগলে পাগলেরা হবে না নিস্তার তোমার তা কি তুমি মানো ? তুমি স্রষ্টার সৃষ্টি সকল সৃষ্টির তরে পাগল বলে তুমিও অন্যের পরে করো না বল অন্যায় জোরে ।
সব পাগলই উদাস নয় কিছু পাগলের হাসতে হয় কিছু হাসিতে মৃত হয় কিছু মৃত ,মৃত নয় । পাগল জানে সেই ব্যথা বলে পাগল সত্য কথা ।