এক মনের চাওয়া
কোহিনূর আক্তার
আমি তোমাকে ভালবাসি বলতে পারি না ।
অনেক বাঁধা হৃদয়টাকে বেড়া দেয়,
দগদগে জ্বলতে থাকে ভালোবাসার আগুন
খুব করে তোমাকে আদর করতে ইচ্ছে করে
ইচ্ছে করে তোমাকে জড়িয়ে জীবনের শেষ নামতা পড়তে।
তোমাকে নিয়ে খুব ভাবতে ইচ্ছে করে ,
তোমাকে নিয়ে সৃষ্টি করতে ইচ্ছে করে বিখ্যাত উপন্যাস।
জানো পুঞ্জ ? আমি তোমাকে ভালবাসি
তোমার হাত ধরে ঘন বর্ষণে ভীষণ ভিজতে ইচ্ছে করে ।
ইচ্ছে করে তোমার সাথে চাদ রাতে অজনা কোন এক
পথে হারিয়ে যেতে ।
তোমাকে ভালবাসে আর একটি মহল গড়তে ইচ্ছে করে।
হিটলার ইভার মতো একসাথে আত্মহননের গুঞ্জ সৃষ্টি হোক পৃথিবীতে আর একবার ।
তোমাকে দেখি শত বছরের তেষ্টা নিয়ে
তবু পূর্ণ হয়না এক জীবনের সরণী স্বপ্ন ।