কুয়াশা
ইমরান হোসেন জিহাদ
কুয়াশায় ভরা আঁকাবাকা কিছু নদী
তোমার আর আমার,মাঝখানে কিছু পারি।
হালকা রৌদ্দ,বাকিটা কুয়াশা
পথের ধারে বসে আছে ঐ বৃদ্ধ লোকটা।
তুমি ও পথিক আমি ও পথিক,দিশেহারা এই দেশ
কুয়াশাকে বুকে নিয়ে এই তো আছি বেশ।
শিশির ভেজা সকালে,মুখ তুলে দেখে না কেউ তাকে
এক টুকরো চাদর দেওয়ার ও সার্মথ্য হয় না মানুষের।
তাই কবি এসে বলে গেল,
“চায় না বৃহৎ হয়ে অহংকারী হতে
অল্পতে তৃপ্তি মেটে”
Related