কবিতা শিক্ষা- ইমরান হোসেন জিহাদ। শিক্ষা ইমরান হোসেন জিহাদ বইয়ের নগরে আর্দ্র আমি তীব্র করেছে শিক্ষা। জাগ্রত হয়েছে কি মূল্যবোধ ? শিক্ষা হলো পবিএ প্রাপ্তি অপব্যবহারে হয় অশুচি শিক্ষার লেখনীতে হয়,দূর দৈন্যতা সুশীল সমাজ গড়ে তোলে মনোহর প্রাঙ্গতা আরেক দিকে সৃষ্টি হয় নরকের বাসা চতুর্মাত্রিক ফলন হয় মনু্য্যত্বের কষা সৃষ্টি হোক মনোহর ধরণীর তরে, অমঙ্গল দূর হোক লাইব্রেরির ব্যবহারে। লাইব্রেরি হোক সকলের পবিএ হাতিয়ার লাইব্রেরির কষাঘাতে না হোক অমঙ্গল অন্তরায়। ঘরে ঘরে জন্ম হোক শিক্ষার প্রজন্ম উন্নত হোক দেশের ও দশের কাঠামো জ্বলবে আলো,নিভবে আগুন হাতে ধরিয়ে দাও বই আর কলম। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window) Related