কি চাও ||
– জাহাঙ্গীর আলম।
কও, কি চাও?
কইলো ফুল, তারে ফুলের ধারে নিয়া গেলাম।
আবার জিগাইলাম, কও; কি চাও?
সে কইলো স্থান, হৃদয়ে তারে স্থান দিলাম।
ফের জিগাইলাম, কও; কি চাও?
সে কইলো দূরত্ব, আমি তার হাত ছাইড়া দিলাম।
পুনরায় জিগাইলাম, এইবার কওতো; কি চাও?
সে কইলো শান্তি, তার পছন্দের জায়গা কুষ্টিয়া নিয়ে গিয়ে বাউল ফকিরের লগে বসাই দিলাম।
এইবার কি চাও জিগাইতে- সে কইলো, ভালোবাসা।
তার কপালে চুম্মা দিয়া মাথায় হাত বোলাইতে বোলাইতে, জীবনানন্দের সেইসব কবিতা শুনাইছি।
এইভাবে চেষ্টা কইরা গেছি, তারে ভালোবাসার আশে।
শেষবার যহন জিগাইলাম-
ঠিক করে কওতো; কি চাও তুমি?
আমারে ব্লক কইরা দিলো, তাহলে কী বিচ্ছেদ চাইছিলো?
এইভাবে যহনই তারে জিগাইছি
সে শাড়ি, চুড়ি, কবিতার বই, হ্যানা ত্যানা চাইয়া গেছে।
আমারে কহনো চায় নাই!
আহারে ভালোবাসার চাওয়া-পাওয়া
তোর কথা ফুডে, আমার না থাকার জন্যে….
কি চাও||