Skip to content
ইচ্ছে করে
– হাবিবুন নাহার মিমি
ইচ্ছে করে পাখির মতোন
উড়ে বেড়াই দূরাকাশ,
ডানাকাটা স্তব্ধ পাখি
এককোণে করে হা-হুতাশ।
ইচ্ছে করে ঝর্ণা হতে
ভাসিয়ে দিতে সব বাধা,
কাঁটাতারে স্বপ্ন থামে
রঙগুলো আজ সব সাদা।
ইচ্ছে করে তোমায় ছুঁতে
না পারার এই যন্ত্রণা,
বিষাদ বায়ু বয় হৃদয়ে
মানে না কোনো মন্ত্রণা।
ইচ্ছেগুলো আজ ফ্যাকাশে
মুক্তি বলো কদ্দুরে?
মেলবো দু’চোখ কবে বলো
তোমার মায়ার রোদ্দুরে?
Related
error: আপনি আমাদের লেখা কপি করতে পারবেন নাহ। Email: Info@mirchapter.com