Skip to content
আকাশের কান্না
হাবিবুন নাহার মিমি
নিঝুম রাতে কাঁদছে আকাশ
বলছে নাতো কথা,
আকাশও কি টের পেয়েছে
আমার মনের ব্যথা!
সে তো তবু পারছে হায়
অশ্রু ঝরাতে,
পোড়া চোখের জলগুলোও আর
চায় না গড়াতে।
অশ্রুকণা ঝরছে অঝোর
আকাশের গাল বেয়ে,
সমব্যথায় ব্যথী হয়ে
দেখছি শুধু চেয়ে।
ওগো আকাশ আজকে তুমি
কাঁদছো এতো কেনো?
কেউ যদি না রয় পাশে
আমি আছি জেনো।
Related
error: আপনি আমাদের লেখা কপি করতে পারবেন নাহ। Email: Info@mirchapter.com