Skip to content
সময়ের পরিবর্তন
– আহসান হাবীব
এই কি সেই স্কুল মাঠ যেখানে একদিন আমি করেছি খেলাধুলা।
না না এটা সেই স্কুল মাঠ না, সেই মাঠে ছিলো অনেক ধরনের খেলা।
এই মাঠ যে আমার কাছে বড়ই অচেনা।
খেলাতো দুরের কথা তেমন মানুষই দেখি না।
আগে এই স্কুল মাঠে দিয়েছি কত আড্ডা, এভাবে পার করেছি জীবনের বারটা।
এখন আঠারো পেরোবে পেরোবে ভাব আমার পরিবর্তন নেই কোন স্বভাব।
আমি একা নয় হয়নি কেউই পরিবর্তন, সময় তাদেরকে বদলে দিয়েছে, পালটে দিয়েছে।
বলার কিছু নাই সবাই পড়ে গেছে এক গন্ডিতে বাঁধা।
নিজেকে দিয়েছে এক অজানা স্রোতে ভাসিয়ে এক অজানা গন্তব্যের দিকে।
Related
error: আপনি আমাদের লেখা কপি করতে পারবেন নাহ। Email: Info@mirchapter.com