Skip to content
হাজারো পথ
-আহসান হাবীব
যে পথ তুমি ধরেছো
সে পথে আছে হাজরো বাঁধা, অনেক শত্রু, নিরাময়বিহীন যন্ত্রনা।
যা তোমাকে প্রতিমুহুর্তে বদলাবে, প্রতিমুহুর্তে ভাঙবে আবার তোমাকে শক্ত করবে।
তোমার সাথে হবে বহু ছলনা।
তুমি এই ছলনায় মেতো না।
তুমি আবারও চিন্তা কর, তোমার লক্ষ্য কি?
এখানে কোন উদ্দেশ্যে, তোমার আসল কাজ কি?
তুমি একা বলে তোমাকে ছাড়ছে না।
তোমার কোনো কিছু মিলছে না।
সবটুকু দিয়ে চেষ্টা কর।
তুমিই পারবে, তুমিই গড়বে নতুন ইতিহাস।
Related
error: আপনি আমাদের লেখা কপি করতে পারবেন নাহ। Email: Info@mirchapter.com