একটি আকাশ
একটি তাঁরা
একটি আমার চন্দ্র ।
তারই কাছে লিখে যাই জীবন মন্ত্র,
আমার আছে দুটো পাতিল,
একটি থালা
একটি জলঘটি
ছোট্ট একটি ছনছাউনি কুঁড়ে ঘর
একটি মাদুর ,তুলো ঝরা একটি বালিশ।
আর আছে লাল টকটকে হৃদপিন্ড,
সেখানে পাথর ঠুকে চন্দ্র আঁকি ,
আমার তো মহা আকাশ নেই ,
নেই মিট মিট তারা তাই চন্দ্র ও নেই ।
হৃদপিন্ড বের করে চন্দ্র দেখি
তারই সাথে জীবন মাখি ,
তারই মাঝে নিজের জন্ম দেখি
জীবনের মহা কাব্যে চন্দ্র লেখি।
চন্দ্র ,,,,,, চন্দ্র,,,